নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ২:০৭। ৪ মে, ২০২৫।

বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

Asha Mony
মার্চ ৭, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নাটোর : নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর- ৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার পরিদর্শক-তদন্ত সরল মুরমু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা আবু খায়ের প্রমূখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।