ঢাকা রাত ১০:২৮। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অপরাধী চক্রের সহিসংতায় অবরুদ্ধ হাইতির রাজধানী

Asha Mony
মার্চ ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাসিন্দারা অপরাধী চক্রের সবর্শেষ সহিসংতার জেরে তীব্র নিরাপত্তা হুমকিতে রয়েছে।

এদিকে সশস্ত্র হামলাকরীরা প্রেসিডেন্ট প্রাসাদ ও পুলিশ সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করার পর জাতিসংঘ গ্রুপ পোর্ট-অ-প্রিন্সের পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছে, এটি এক অবরুদ্ধ নগরী।
ইতোমধ্যে সশস্ত্র গ্রুপগুলো দেশের বিভিন্ন অংশের সাথে সংযোগকারী সড়ক এবং রাজধানীর অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে তারা উৎখাত করতে চাচ্ছে। এ লক্ষ্যে তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করে চলেছে।
এ কারণে শনিবার কিছু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্যে সরকারি ভবনগুলোর দিকে ছুটে যায় এবং একটি ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকতেও সফল হয়।

শহরের এ অস্থিতিশীল পরিস্থিতির কারণে তিন লাখ ৬২ হাজার হাইতিয়ান আভ্যন্তীরণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) এক বিবৃতিতে এ কথা বলেছে।

আইওএমের প্রধান ফিলিপ ব্রেনচাট বলেছেন, হাইতিয়ানরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তারা অবরুদ্ধ। তাদের যাওয়ার কোন জায়গা নেই। প্রতিদিন প্রতিমুহুর্তে পরিস্থিতি খারাপ হচ্ছে। তারা আশংকা ও ভয় নিয়ে বাস করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০