স্টাফ রিপোর্টার: আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেছে মহানগর মহিলা দল। রোববার সকাল বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যলায়ের সামনে থেকে শুরু করে স্বর্ণপট্টি, সমবায় মার্কেট, কাপড়পট্টি, সাহেববাজার, কাঁচাবাজার ও মাছপট্টি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে তারা বিএনপির গণসমাবেশ সফল করতে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষকেও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় নগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।