নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৮:০৪। ৪ মে, ২০২৫।

বাঘায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

Somoyer Kotha
অক্টোবর ২০, ২০২২ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে আজ রোববার নাশকতার মামলা করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে চারটি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি জব্দ করার ঘটনায় এ মামলা করা হয়।

বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) শাহরিয়ার নাসিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তুল হোসেনকে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ। এ উপলক্ষে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করা হচ্ছে।’

বাঘা থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আসামিরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আমাদের ওপর ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।