• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৫:৫৩

রাজশাহী কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে তার বাড়ি। ২৩ বছর ৩ মাস ধরে কারাগারে ছিলেন তিনি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রস্তাব অনুমোদন, ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি

সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ীর নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ  সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এ মামলার রায়ে আদালত আসামি রাকিবরসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। পরে দীর্ঘ সময় উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে আসামি রাকিবরের রায়ের বিরুদ্ধে আপীল-শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই তার ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তা নাকচ হয়ে যায়। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হলো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675