ঢাকা দুপুর ২:১১। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পিএসজির প্রতি মেসির ‘অসম্মানজনক আচরণে’ মনঃক্ষুণ্ন রিভালদো

Asha Mony
মে ৬, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

লিওনেল মেসির সৌদি আরব-যাত্রা আর তাঁকে দেওয়া পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞা নিয়ে ফুটবল-বিশ্বে তোলপাড় চলছে। পিএসজির সমর্থকেরা মেসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, তাঁকে ‘ভাড়াটে খেলোয়াড়’ বলে স্লোগান দিয়েছেন। এমন কিছু গালি দিয়েছেন, যা প্রকাশের অযোগ্য।

অন্যদিকে আর্জেন্টিনাসহ অনেক সাবেক ফুটবলার আবার মেসির পাশে দাঁড়িয়েছেন। পিএসজি সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এমনকি পিএসজি কর্তৃপক্ষও তাদের সমর্থকদের এ উগ্র অংশের এমন আচরণ ঠিকভাবে নেয়নি।
অবস্থা যখন এই, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদো ক্লাবের প্রতি মেসির আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্পেনের সংবাদমাধ্যম এএসকে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো বলেছেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে মনঃক্ষুণ্ন করেছে। এটা তার ক্যারিয়ারের সঙ্গে বেমানান। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ার এমনিতে পরিষ্কার।’

মেসি পিএসজি ছাড়ার জন্য এমন আচরণ না করে বিষয়টি অন্যভাবেও সামাল দিতে পারতেন বলে মনে করেন রিভালদো, ‘নিশ্চিত করেই সে অন্য কিছু করতে পারত। আরও বিকল্প ছিল। ক্লাবের সঙ্গে কথা বলা বা সৌদি আরবের নেতাদের প্যারিসে আসতে দেওয়া অথবা এসব অভ্যন্তরীণ সমস্যা তৈরি না করে মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত।’
শেষ পর্যন্ত মেসি যদি সৌদি আরবেই যান, সেটা ঠিক হবে না বলেই মনে করেন রিভালদো, ‘আমি বুঝতে পারি, খেলোয়াড়েরা কখনো কখনো সৌদি আরবের বড় অঙ্কের চুক্তির ফাঁদে পড়ে যায়। কিন্তু সেখানে জীবন খুব আঁটসাঁট। তারা যেমনটা মনে করে, সেখানের ফুটবলে খেলাটা এতটা সহজ নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০