ঢাকা দুপুর ২:২৪। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

Asha Mony
মে ৬, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

তিনটি আন–অফিশিয়াল টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সফরের জন্য উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন বাঁহাতি ওপেনার তেজনারায়ণ চন্দরপল, বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি। রেইফার, ফিলিপ ও মোতি—তিনজনই গত বছরের জুন বাংলাদেশের ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন।

কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণের টেস্ট অভিষেক গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরই মধ্যে ৬ টেস্ট খেলে একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে রান তুলেছেন তেজনারায়ণ।

বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে ৩টি চার দিনের ম্যাচের প্রথমটি শুরু হবে ১৬ মে। এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেনের নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে জাকির হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসানের মতো তরুণদের।

ওয়েস্ট ইন্ডিজের দলটিতেও আছে তারুণ্যের আধিক্য। যার মধ্যে আছে এ বছরই ওয়েস্ট ইন্ডিজের চার দিনের প্রথম শ্রেণির টুর্নামেন্টে অভিষিক্ত ওপেনার কার্ক ম্যাকেঞ্জি ও জাচারি ম্যাকসাসকি এবং পেসার জইর ম্যাকআলিস্টার।

প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, বিদেশি কন্ডিশনের সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, ‘আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে আসবে ১১ মে। ১৬ মে প্রথম চার দিনের পর বাকি দুটি শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০