ঢাকা রাত ৮:৪৩। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আনন্দধ্বনি জাগানোর আহ্বান

Asha Mony
মে ৮, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ “আনন্দধ্বনি জাগাও গগনে।/ কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,/ বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে।” গীতবিতানের স্বদেশ পর্বের এই গানের নৃত্যগীতের মধ্য দিয়ে শুরু হলো সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব ১৪৩০। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুরু হয় এ আয়োজন।

সম্মেলক নৃত্যগীতের পর ছিল ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়ের কথক। তিনি বলেন, বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর কত রকম করে অপরিহার্য সেই কথা। উঠে এল, ভয়কে অভয়ের মধ্য দিয়ে জয় করতে হয়, সেই শিক্ষা শিখিয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে আনন্দে বাঁচার প্রেরণা রয়েছে সে বক্তব্যও শোনা গেল তাঁর কথনে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানের প্রথম পর্বে আনন্দধ্বনি জাগানোর আহ্বানের সঙ্গে আসে অঙ্গীকারের কথাও। ‘আমি হব না তাপস, হব না, হব না,/ যেমনি বলুন যিনি। আমি হব না তাপস নিশ্চয় যদি/ না মেলে তপস্বিনী’।

‘প্রতিজ্ঞা’ কবিতা আবৃত্তির পর শুরু হয় ছায়ানাটের বিশেষ পরিবেশনা পর্ব ‘তুমি আমার চিরকালের’। ২৫টি উপস্থাপনা নিয়ে এ পর্বের শুরুতে পরিবেশন হলো ‘তোমার প্রেমে ধন্য কর যারে’ সম্মেলক গান। এরপর রবীন্দ্রসংগীতের সৃষ্টিধারায় বন্ধু উপবিভাগের গান নিয়ে পাঠ করলেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০