নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৩:০৮। ৬ মে, ২০২৫।

বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Somoyer Kotha
মার্চ ১৩, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।

জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক। এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করে সাধারণ মানুষ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছিলেন, অফিস সহায়ক দুলাল হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর তসলিম খান, নূর-এ-আলম, রাসেল মাহমুদ, স্ক্যানিং অপারেটর মোফাজ্জল হোসেন সহ রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ও এনআইডির কাজে আসা সাধারণ জনগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।