ঢাকা রাত ৮:০৫। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘দাবিড়ি দিবিড়ি’ অতীত! ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

Somoyer Kotha
এপ্রিল ২, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরী। ‘জাট’ ছবিতে সানি দেওল। বলিউডের অন্দরে ফিসফাস, উর্বশীর বুঝি কেবল প্রবীণ নাগরিকদেরই পছন্দ?
‘টাচ’ করতে আসছেন উর্বশী রওতেলা!

আর নাকি তিনি নাচবেন না! কেবল ‘টাচ’ করবেন। আর তাতেই আগুন জ্বলবে, উষ্ণতার পারদ চড়বে। ‘দাবিড়ি দিবিড়ি’ পর্ব অতীত হতেই ফের স্বমহিমায় উর্বশী রওতেলা। আবারও ‘টাচ কিয়া’ আইটেম গান তিনি। বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল অভিনীত ‘জাট’ ছবির একটি গান। সেখানে ফের লাস্যময়ী উর্বশীর জৌলুস দেখে নড়ে বসেছে বলিউড। সেই গানের প্রথম পংক্তিতে স্বল্পবসনা অভিনেত্রীর আশ্বাস, ‘দিল তুঝকো হি দুঙ্গা’।

কুমারের লেখা এবং মধুবন্তী বাগচী এবং শহিদ মাল্যের গাওয়া এই ট্র্যাক ইতিমধ্যেই চর্চায়। দর্শকদের মতে, ‘ডাকু মহারাজ’-এর মতো এই গানেও যথেষ্ট উত্তেজক নাচ নেচেছেন উর্বশী। যার জেরে আগের ছবির গান ছবিমুক্তির সময় বাদ পড়েছিল। যদিও ‘দাবিড়ি দিবিড়ি’র দৌলতেই ‘ডাকু মহারাজ’ মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পা রেখেছিল। উর্বশী ‘টক অফ দ্য টাউন’। সিনেপ্রেমীদের মতে, এই গানের হাত ধরে ‘জাট’ কতখানি বাণিজ্যিক সাফল্য লাভ করবে সেটাই দেখার। পাশাপাশি তাঁদের এটাও শঙ্কা, আবারও আগের মতো ছবিমুক্তির সময় উর্বশীর গানে কাঁচি পড়বে না তো?

ছবিতে সানি ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিংহ, রেজ়িনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের এবং স্বরূপা ঘোষ। পরিচালনায় গোপীচাঁদ মালিনেনি। ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল। এ দিকে গান শুনে চুপ করে নেই নিন্দকেরাও। তাঁদের কটাক্ষ, ‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরী, ‘জাট’ ছবিতে সানি দেওল। উর্বশীর কি কেবল প্রবীণ নাগরিকদেরই পছন্দ?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০