নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৮:৫৫। ৭ মে, ২০২৫।

নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এপ্রিল ৪, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) নিয়ামতপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল, সাগর ও আরিফুল।

বক্তব্যে তারা বলেন, তাদের বিরুদ্ধে বাদী হয়ে বিথী খাতুন থানায় যে অভিযোগ করেছেন তা মিথ্যা বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, বিথী খাতুনের ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

সংবাদ সম্মেলনে সোহেল রানা বলেন, বেশ কয়েক বছর আগে তার বোন আল্পনাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামের বাসিন্দা মতিউরের ছেলে নসীব। এসময় তার বোন আল্পনা গোপনে পরিবারের ২লক্ষ নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণ অলংকার সঙ্গে নিয়ে বাড়ি থেকে নসীবের হাত ধরে নিরুদ্দেশ হোন। এর ১৫ দিন পর তার বোন আল্পনাকে ফেলে রেখে নসীব নিরুদ্দেশ হোন এবং সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে বোন আল্পনা তাদের পরিবারে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়ে জীবনযাপন করছে।

সোহেল রানা আরও বলেন, ঘটনার প্রায় ২ বছর পর গত ২ এপ্রিল (ঈদের পর দিন) সন্ধ্যায় নসীব আরও একজন স্ত্রী নিয়ে কানইলে ফেরার সময় গ্রাম সংলগ্ন রাস্তায় তার সাথে দেখা হয়। বোনের জীবন ও টাকা পয়সা শেষ করে আরও একজন মেয়ে নিয়ে ফিরতে দেখায় উত্তেজিত হয়ে পড়েন তিনি। বাকবিতন্ডায় এক পর্যায়ে হইচইয়ে স্থানীয়রা ছুটে আসেন। এসময় তিনি নসীবকে কয়েকটি চড়থাপ্পড় মারেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা বিষয়টি পরে দেখবে বলে উভয়কে শান্ত করে বাড়িতে পাঠায়।

এ ঘটনায় ওই দিন রাতেই থানায় উপস্থিত হয়ে নসীবের স্ত্রী বিথী খাতুন বাদী হয়ে থানায় ছিনতাই ও মারামারীর অভিযোগ দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।