ঢাকা রাত ৮:৪৭। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

subadmin
এপ্রিল ২১, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নকল সরবরাহে বাধা দেওয়ার কারণে তাহেরপুর ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব-টেকনোলজিস্ট নুরুন নবীর উপর হামলা ও ব্যাপক মারধোর করেছে বখাটেরা।

হামলার স্বীকার নুরুন নবী বলেন, সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল সরবারহ করছিলো। ব্যাপারটা আমার নজরে এলে নকল সরবরাহ করতে নিষেধ করি।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল সন্ধার কিছুক্ষণ আগে তাহেরপুর হরিতলা মোড়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান,হালাকারী রাকিবুল ও তার দলের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে।ইতিপূর্বেও এরা এলাকায় নানান অপকর্ম করেছে তবে ভয়ে এদের কেউ কিছু বলতে পারে না।

বাগমারা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ সাব্বির আহমেদ অনিক সাংবাদিকদের বলেন,সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল দিচ্ছিলো। ব্যাপারটা আমার ল্যাব টেকনোলজিস্ট নুরুন নবীর নজরে এলে সে নকল দিতে নিষেধ করে।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল এনে ক্লিনিকে হামলা করতে উদ্যত হয়।এবং সেই ঘটনার সুত্র ধরে হরিতলা মোড়ে সন্ধার আগে আমার কর্মীকে ব্যাপক মারধোর করে আহত করে।
এই হামলার সুষ্ঠু বিচার না হলে বাগমারার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ রাখার মত কঠোর কর্মসূচি ঘোষনা দিবেন বলে হুশিয়ারি দেন ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহমেদ অনিক।

তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মীর বলেন,পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে ডাঃ সাব্বির আহমেদ আমাকে ফোন করে বলেন নকল সরবরাহে করতে গিয়ে তাঁর ল্যাব টেকনোলজিস্ট বাধা প্রদান করার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কিন্তু সন্ধার আগে মারধোরের বিষয়ে তিনি কিছু জানেন না।
তবে প্রধান শিক্ষক স্বপন মীর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার ব্যাপারে সাংবাদিকদের অনুরোধ করেন।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহাইল রানা বলেন,ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।হামলার ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম মুঠোফোনে বলেন,বিষয়টি নিয়ে ডাঃ সাব্বির আহমেদ আমাকে অবগত করেছেন।লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০