নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১০:৩৭। ৪ মে, ২০২৫।

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

Asha Mony
মে ২৪, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজ এর উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন -২০২৩’ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০:২০ মিনিটে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা।
শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ^শান্তি ও বঙ্গবন্ধু বিষয়ে তথ্যবহুল ও উপভোগ্য আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা বঙ্গবন্ধুকে শান্তির কা-রী হিসেবে অভিহিত করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বঙ্গবন্ধুকে চিরশান্তির প্রতীক এবং বঙ্গবন্ধুর শান্তি নীতি বাকিদের জন্য চিরস্মরণীয় বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।