নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৭:৫৮। ৪ মে, ২০২৫।

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের ইন্তেকাল

subadmin
মে ৩, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মৃত্যুতে প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার দিবাগত রাত ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম অধ্যক্ষ আব্দুস ছাত্তার সরদারের বাড়ি উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে।

মৃত্যুকালে স্ত্রী- সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চলতি বছরের অক্টোবর মাসে চাকরি থেকে অবসরে যেতেন তিনি। সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন আব্দুস সাত্তার সরদার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার ছিলেন সদা সর্বদা বিনয়ী হাস্যজ্জ্বল ও শিক্ষার্থী বান্ধব ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তি। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুস সাত্তার সরদারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি, এম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মন্ডলী, পরিবারের লোকজন, নিকট আত্মীয় সহ বিভিন্ন এলাকার সুধিমন্ডলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।