নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৯:২৭। ৪ মে, ২০২৫।

দেখতে দেখতে ষাট বছর : রাজশাহী ফল গবেষণার আক্তারুজ্জামান-এর অবসর

subadmin
মে ৩, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: ২রা মে শুক্রবার রাত ৯টায় বিহাস মোড়ের মানবাধিকার অফিসে রাজশাহী ফল গবেষণার আক্তারুজ্জামান আক্তার-এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিদায় অনুষ্ঠান কোন প্রাতিষ্ঠানিক ভাবে বিদায় নয়। অফিস পরবর্তী তিনি যাদের সাথে মিশতেন, সময় কাটাতেন, আড্ডা দিতেন তাদের পক্ষ থেকে এই বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেখতে দেখতে গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ ৬০ বছর পূর্ণ হলো। তিনি সকলের সাথে ঘনিষ্ঠ ভাবে মিশতেন। অনেক দিন গল্প এবং আড্ডা দিয়ে রাত্রি গভীর হয়েছে, তবুও তাঁর ক্লান্তি নেই। এমনকি মোবাইলে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। তিনি আমাদের অভিভাবক, বন্ধু ও পথপ্রদর্শক। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। তাঁর অবসর মানে কেবল চাকরি থেকে মুক্তি নয়, বরং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। আমরা সবাই তাঁর সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও নিরবচ্ছিন্ন শান্তিময় সময়ের জন্য দোয়া করি। এমনিভাবেই কথাগুলো বলছিলেন অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা।

সকলেই তাঁর উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করেন। সেই সাথে তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন এবং আল্লাহ আপনার আগামী জীবন আরও সুন্দর করে দিন, এই কামনা করেন।

পরিশেষে উপহার প্রদান, দোয়া ও রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।