নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১০:৩৯। ৫ মে, ২০২৫।

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাক প্রধানমন্ত্রী

subadmin
মে ৫, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরে হামলার পর উদ্ভূত নতুন উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, ‘ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি পূর্ণমাত্রায় অনুধাবন করি এবং আশা করি পরিস্থিতি দ্রুত শান্ত হবে।’

শরিফের আগামী শুক্রবার মালয়েশিয়া পৌঁছানোর কথা ছিল।

পাক প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাতে দুই দেশের নেতার মধ্যে কথা হয় এবং শাহবাজ শরিফ বলেন, তিনি বছরের শেষ দিকে মালয়েশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন।

এদিকে সোমবার ইসলামাবাদ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একইদিন পাক-শাসিত কাশ্মীর সফরে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান বন্ধুপ্রতিম দেশগুলোর সামনে তার অবস্থান তুলে ধরছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।