অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। মূলত বয়সে অনেক ছোট এক অভিনেত্রীর কিছু ছবি লাইক করা নিয়ে তোপের মুখে পড়েছেন বিরাট।
এরপর পুরো বিষয়টা স্পষ্ট করেন এ তারকা ক্রিকেটার ৷ তিনি জানিয়েছেন, ছবিতে ভুলবশত লাইক পড়ে গিয়েছে ইন্সটা অ্যালোগরিদম পরিবর্তনের কারণে। কিন্তু ক্রিকেটারের কথা বিশ্বাস করছেন না নেটিজেনরা। কিন্তু কে এই অভিনেত্রী অভনীত কৌর যাকে নিয়ে এত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছোটবেলা থেকেই অভিনয়ের দুনিয়ায় যাতায়াত অভনীতের। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অভনীত। তিনি সপ্তম পজিশন পেয়েছিলেন। এরপর তাকে ২০১১ সালে দেখা যায় ‘ডান্স কে সুপারস্টার’ রিয়েলিটি শো-তে। এরপর ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ নাচের মঞ্চে।
পাশাপাশি ধারাবাহিক নাটক ‘মেরা মা’ ঝিলমিল চরিত্রে প্রথমবার দেখা যায় অভনীতকে ৷ এরপর ‘সাবিত্রী এক প্রেম কাহানি’, ‘হামারি সিস্টার দিদি’, ‘ক্রাইম পেট্রল সড়ক’, ‘আলাদ্দিন- নাম তো সুনা হোগা’-র মতো ধারাবাহিকেও দেখা যায়। কিছু ওয়েবসিরিজেও কাজ করেছেন অভনীত ৷ যার মধ্যে রয়েছে ‘বাব্বর কা তাব্বর’, ‘বন্দিশ বন্ডিত’, ‘পার্টি টিল আই ডাই’। সঙ্গে নজর কেড়েছেন একাধিক মিউজিক ভিডিয়োতেও।
এদিকে ২০১৪ সালে ‘মরদানি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অভনীতের। এরপর তিনি নজর কাড়েন ‘করীব করীব সিঙ্গল’, ‘মারদানি 2’, ‘টিকু ওয়েডস শেরু’ ও ‘লাভ অ্যারেঞ্জ ম্যারেজ’ সিনেমায়। অভনীত পা রেখেছেন হলিউডেও। ‘এমআই 8’ ছবি দিয়ে হলিউডে আত্মপ্রকাশ অভনীতের।
বর্তমানে তাকে দেখা যাবে ‘মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকোনিং’ ছবিতে টম ক্রুজের সঙ্গে দেখা যাবে অভনীতকে। এই ছবি ১৭ মে ভারতে মুক্তি পাবে ও ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাবে ২৩ মে।