নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৫:৪৪। ৪ মে, ২০২৫।

ছোটন-স্বপ্নার বিষয়টি মিডিয়ায় শুনেছেন সালাউদ্দিন

Asha Mony
মে ২৭, ২০২৩ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ মাত্র ২২ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না। শুক্রবার ( ২৬ মে) এক ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দেন এই নারী ফুটবলার। একই দিন নারী দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান গোলাম রব্বানী ছোটন। তবে অবাক করা বিষয় হলো, একদিন পার হয়ে গেলেও এই বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তার চেয়ে বেশি কিছু জানেন না বাফুফে প্রধান, ‘আমি কেবল মিডিয়ার কাছ থেকে তাদের (ছোটন ও স্বপ্না) ব্যাপারে শুনেছি। আমি অফিসিয়াল কোনো চিঠি বা অফিসিয়ালি কিছু এখনও পাইনি। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।’

গত বছরের সেপ্টেম্বরে নেপালের মাটিতে কোচ ছোটনের অধীনে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সিরাত জাহান স্বপ্না। টুর্নামেন্টে ৪ গোল করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।