নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। বিকাল ৫:১৩। ৪ মে, ২০২৫।

আইপিএলের ফাইনাল আজ

Asha Mony
মে ২৮, ২০২৩ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ চারবারের জয়ী চেন্নাই সুপার কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের আইপিএল। আজ আসরের শেষ দিনে ফাইনালেও মুখোমুখি এই দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

টানা দ্বিতীয়বার ফাইনাল উঠে এলো গুজরাট টাইটান্স।

২০২২ সালেই প্রথম আইপিএলে যাত্রা শুরু হয়েছিল গুজরাটের। হার্দিক পান্ডিয়ার হাত ধরে নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন হয় ফ্রাঞ্চাইজিটি। এবার আবারও তারা উঠে এলো ফাইনালে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের কথা তো বলাই বাহুল্য।

এ নিয়ে ১০ বার ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। এর মধ্যে চার বার জিতেছে। অর্থাৎ বাকি ছ’বার হারতে হয়েছে ধোনিদের।
চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ফাইনালের আগে বলেন, ‘ফাইনালে আমরা পরিবেশ, পরিস্থিতি নিয়ে ভাবছি না।

দু’রকমের পিচ রয়েছে আমদাবাদে। কোনো একটা বেছে নেওয়া হবে। কিন্তু আমরা সেই নিয়ে কোনও চিন্তা করছি না। গতবারের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে আমাদের দল।’
এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে হার্দিকের গুজরাটকে হারিয়েই ফাইনালে উঠেছে চেন্নাই।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে ৬২ রানে হারানো গুজরাট কি পারবে এর বদলা নিতে!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।