অনলান ডেস্কঃ বেনফিকা থেকে এক বছরের ধারে পিএসজির সাথে চুক্তি করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
পর্তুগিজ ক্লাব একাডেমি থেকে উঠে আসা ২২ বছর বয়সী রামোস গত মৌসুমে বেনফিকার হয়ে লিগের ৩০ ম্যাচে ১৯ গোল করেছেন। ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথবারের মতো জাতীয় দলের মূল একাদশে খেলতে নেমে হ্যাটট্রিক করা ছাড়াও একটি অ্যাসিস্ট করেছিলেন।
পিএসজির দেওয়া এক বিবৃতিতে রামোস বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত। পিএসজিতে আমি দারুণ কিছু সময় কাটাতে চাই। পিএসজি শুধু বিশ্বের বড় একটি ক্লাবই নয়, এই ক্লাবের স্কোয়াডটিও বিশ্বসেরা।’ ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও স্প্যানিশ ফরোয়ার্ড মার্কোর আসেনসিরও মতো তারকাদের পর অষ্টম খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে পিএসজিতে এলেন রামোস।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।