নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:২০। ৬ মে, ২০২৫।

রাজশাহীতে দুই মাথা বিশিষ্ট গরুর বাছুর : এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

subadmin
মে ৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : গরুর বাছুরটি দেখতে কিছুটা অদ্ভুত। আবার অনেকটা অলৌকিক বললেও ভুল হবে না। গাভীর পেট থেকে এমনই এক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ায়। সদ্য ভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ রয়েছে। এ নিয়ে উপজেলা ও আশেপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, গ্রীক পুরাণে শক্তিশালী, একচোখা দৈত্য ছিল, যারা জিউসকে টাইটানদের পরাজিত করতে সাহায্য করেছিল এবং ওডিসিয়াসকে সময়মতো বাড়ি ফিরে যেতে বাধা দিয়েছিল। হঠাৎ করে বাছুরটিকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা সেই এক চোখের দানব সাইক্লোপসের কথা। অনেকটা অদ্ভুত আকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।

জানা যায়, রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে পালিত গাভী এমন একটি বাছুর জন্ম দেয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই তার দিন যায়। তার একটা গাভী একটি বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটির দুইটি (জোড়া) মাথা, তিনটি কান ও চারটি চোখ। তবে পা চারটিই রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি তার গ্রামের। খবর পেয়ে বাছুরটি একনজর দেখতে গিয়েছিলেন। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির। এ রকম ‘অলৌকিক’ বাছুর দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এ রকম বাছুর সাধারণত খুব স্বল্প মেয়াদের জন্য বাঁচে। সাধারণত তা কয়েক ঘণ্টা বা কয়েকদিন বা কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে। পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।