নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:২৬। ৬ মে, ২০২৫।

তবুও চোখে জল শাকিবের!

Asha Mony
আগস্ট ৮, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলান ডেস্কঃ শাকিব খান
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ দেশে এখন পর্যন্ত ভালো ব্যবসা করছে। এদিকে, যুক্তরাষ্ট্রেও ছবিটি ভালো আয় করেছে। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। দর্শকদের এই ভালোবাসায় উচ্ছ্বসিত নায়ক শাকিব খান।
একটি ফেসবুক পোস্টে শাকিব খান জানালেন অশ্রুসিক্ত হওয়ার কথা।

রবিরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।

যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো লেখেন, ‘এই সময়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ চোখে জল এনে দিয়েছে।’

শাকিব খান জানান, ষষ্ঠ সপ্তাহে সিনেমাটি সফলতার সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইতালির প্রেক্ষাগৃহগুলোতে চলছে। অচিরেই মুক্তি পাবে যুক্তরাজ্য, পর্তুগাল, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ অন্য দেশগুলোতে।

কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব কমস্কোর-এর সূত্র দিয়ে জানিয়েছেন, ‘দেবী’ সিনেমার আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে প্রবেশ করেছে ‘প্রিয়তমা’।

এই সিনেমার চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এক লাখ ২৬ হাজার ডলার। যেখানে ‘দেবী’র লাইফটাইম কালেকশন ছিল এক লাখ ২৫ হাজার ডলার। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।