নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:৩৯। ৬ মে, ২০২৫।

ভারত-পাকিস্তান : যুদ্ধের প্রান্ত থেকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

subadmin
মে ৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। দেশ দু’টিকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার কথাও বলেন জাতিসংঘ মহাসচিব।

মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য তার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন এবং এই বিষয়ে সকল মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নিউইয়র্ক থেকে এএফপি এই খবর জানায়।

নিউইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, দুই দেশের সম্পর্ক ‘একটি উত্তপ্ত পর্যায়ে’ পৌঁছেছে।

গুতেরেস সতর্ক করে বলেন, ‘বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, এমন একটি সামরিক সংঘাত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সর্বোচ্চ সংযম এবং বিপদের ধার থেকে সরে আসার সময়।’

এরআগে সোমবার ভারত-পাকিস্তানের চলমান অচলাবস্থা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে টেলিফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কথা বললেন এই দুই নেতা।

প্রধানমন্ত্রী শেহবাজ জাতিসংঘ মহাসচিবের যোগাযোগ প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভারতের সাথে উত্তেজনা কমানোর জন্য তার আহ্বান এবং যেকোনো সংঘর্ষ এড়াতে তার প্রয়োজনীয়তাকে স্বাগত জানান।

এ সময় পেহেলগাম হামলার স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন শেহবাজ। উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি এবং দাবি করেন ভারত উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

এরআগে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পেহেলগাম হামলার সাথে সীমান্তের ওপারের যোগাযোগের অভিযোগ তোলে ভারত। পহেলগামে গুলি করে ২৬ জন পর্যটককে হত্যা করার পর থেকে ভারত-

এদিকে পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় হয় সেনা সদস্যদের।’

সেনাবাহিনীর মিডিয়া উইং অনুসারে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময়, সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং ফলস্বরূপ, তিনজন নিহত হয়।

আইএসপিআর আরও জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী নিহত হন।

এখানে তীব্র গুলিবিনিময়ের সময়, একজন সাহসী সৈন্য মৃত্যুবরণ করেন। তার নাম নায়েক মুজাহিদ খান। বয়স ৪০ বছর। তিনি জেলা কোহাটের বাসিন্দা।

খাইবার এবং বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আরও দুটি সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত হন।

গুলিবিনিময়ের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর, গত এক বছরে পাকিস্তানে বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।