নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৫:৫৬। ৫ মে, ২০২৫।

শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান

Asha Mony
মার্চ ২, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন আজ শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের এ বনভোজনে দাওয়াত পাননি জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।

নায়ক জায়েদ খান বলেন, ‘পিকনিকের কোনো দাওয়াত কার্ড আমাকে পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে এই কমিটি কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

এ বিষয়ে জানতে শিল্পী বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে মুঠোফোনে একধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।