নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:৩০। ৫ মে, ২০২৫।

দ্য হান্ড্রেডের ড্রাফটে ১৬ বাংলাদেশি

Asha Mony
মার্চ ৫, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বিপিএল শেষে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ঘরের মাঠের সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান। তবে আসন্ন দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। ইংল্যান্ডের জমকালো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছেন সাকিব।

আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। যেখানে বাংলাদেশের ১৫ ক্রিকেটার নাম দিয়েছেন। পুরুষ দলের থেকে সাকিব ছাড়াও আছেন তামিম ইকবাল, জাকের আলীরা। তাছাড়া নারী দলের পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলমও নাম দিয়েছেন। ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। তবে মাত্র ৭৫টি জায়গা খালি রয়েছে।

ছেলেদের টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারী টুর্নামেন্টের দলগুলো ৮জন করে রিটেইন করতে পারবে। এরই মধ্যে রিটেইন তালিকা জমা দেয়ার দিনক্ষণ শেষ হয়েছে। দলগুলো ১৩৭জন ক্রিকেটার রিটেইন করেছে।

প্রতিটি দলের স্কোয়াড হতে পারবে ১৬ জনের। টুর্নামেন্টের আগে ওয়াল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, অলি পোপ ও জেসন রয়।

এ ছাড়া ভারতের জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষও ড্রাফটে নাম দিয়েছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, সুজি বেটস, টিম সাউদি ও রাচিন রবীন্দ্র রয়েছেন ড্রাফটের তালিকায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন টিম ডেভিড ও ম্যাথু ওয়েড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।