ঢাকা রাত ৩:১৩। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিশোধ’ নিতে খেলবেন না গার্দিওলা

Asha Mony
মে ৯, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ‘প্রতিশোধ’ রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটির ম্যাচের আগে বারবার ঘুরে–ফিরে আসছে এই শব্দ। গত মৌসুমে এই রিয়ালের কাছেই সেমিফাইনালে হেরে যে বিদায় নিয়েছিল সিটি। সেই হারের প্রতিশোধ নিয়েই এবার ফাইনালে যাওয়ার সুযোগ সিটির সামনে। রদ্রিসহ সিটির খেলোয়াড়দের কেউ কেউ প্রতিশোধের কথা বললেও, কোচ পেপ গার্দিওলার মনে প্রতিশোধের ভাবনা নেই। তবে জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন ম্যান সিটির কোচও।

গত মৌসুমে প্রথম লেগে ৪–৩ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও ৯০ মিনিট পর্যন্ত ১–০ গোলে এগিয়ে ছিল সিটি। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। রদ্রিগোর জোড়া গোল এবং অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে সিটিকে নিরাশ করে ফাইনালে চলে যায় রিয়াল।

সেই হার মেনে নেওয়া কতটা কঠিন ছিল, জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘বেশ কঠিন ছিল। অবশ্যই এটা বেশ কঠিন ছিল। প্রথম লেগ অসাধারণ ছিল। দ্বিতীয় লেগও খুব অসাধারণ না হলেও খুব ভালো ছিল। ফুটবল এমনই। আমাদের ভালো খেলাটা যথেষ্ট ছিল না। জীবন বলেন আর ফুটবল, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে।’

এই ম্যাচে প্রতিশোধ নেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেছেন, ‘আমাদের বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা দুটি ম্যাচেই ভালো খেলেছিলাম। কিন্তু আমরা প্রতিশোধ নিতে আসিনি। আমরা এসেছি শুধু ভালো খেলে ফাইনালে যেতে। আর কিছু নয়। যদি আপনি লক্ষ্যে অবিচল থাকেন, তবে কোনো একদিন আপনি সফল হবেন। মাদ্রিদ ভালোই জানে, এই প্রতিযোগিতায় জিততে কী লাগে।’

গতবারের চেয়ে এবারের প্রস্তুতি বেশি ভালো কি না, এমন প্রশ্নের জবাবে গার্দিওলার উত্তর, ‘আমি ইতিবাচক বা নেতিবাচক বলতে পছন্দ করি না। দুই দলেই ৮০–৯০ শতাংশ খেলোয়াড় একই। তবে আমি যা জানি, তা হলো ম্যাচের ফল নির্ধারণ হবে ম্যানচেস্টারে। আর আমাদের প্রতিযোগিতায় জিততে হলে সেরা দলকেই হারাতে হবে। তারা (রিয়াল) দুই দশক ধরে নিজেদের প্রমাণ করেছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০