নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। দুপুর ১:৪৩। ৬ মে, ২০২৫।

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Somoyer Kotha
মার্চ ১৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ১৩ মার্চ তারিখ রাত্রী-০২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী নামক এলাকায় অভিযান পরিচালনা করে নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলাম (৩৮) কে গ্রেফতার করে র‌্যাব এর একটি দল। গ্রেফতারকৃত আসামী মোঃ জামাদুর ইসলামের পিতা-মৃত আব্দুস সালাম @ কালু, সাং-সাদিপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

ঘটনা সূত্রে জানা যায়, মোঃ তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে গত ২২/০১/২০২৫ তারিখে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ছাত্রীকে ২নং আসামী মোঃ জামাদুর ইসলাম এর সহায়তায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে মোঃ তোজাম্মেল হোসেন উজ্জলের বসতবাড়ীতে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ছাত্রীর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল @ শ্রাবণ (২৭) এবং মোঃ জামাদুর ইসলাম (৩৮) এর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ১৩/০৩/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী দেউয়ানবাড়ী নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামালর অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলাম (৩৮)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।