নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১১:২৬। ৬ মে, ২০২৫।

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে যেসব অভিযোগ দিলেন দেবচন্দ্রিমা

Somoyer Kotha
মার্চ ১৪, ২০২৫ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ওপার বাংলার অভিনেতা সায়ন্ত মোদকের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। জানিয়েছেন তিনি যা যা বলছেন প্রতিটি কথার প্রমাণ আছে তার কাছে। কিছু প্রমাণ এদিন তিনি ভিডিওতে দেখান। জানিয়েছেন বন্ধুদের সঙ্গে কী কী নিয়ে আলোচনা করতেন তার প্রাক্তন।

এদিন তার ভিডিওতে দেবচন্দ্রিমা জানান প্রাক্তন সায়ন্ত অভিযোগ করেছিলেন যে তিনি নাকি সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। আসলে অভিনেতাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন দেবচন্দ্রিমা।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি বলি এবার কোন কোন জায়গা থেকে হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে আসতাম, বলতাম চলো ভাই তুমি আমার বয়ফ্রেন্ড। বলব আমি অভিনেত্রীগুলোর নাম? আমি বলে দেব কিন্তু।’

‘এসব অভিনেত্রীদের এক্সপোজ হওয়া দরকার, যারা কেউ একটা সম্পর্কে আছে জানার পরেও কাঁধ দিতে চলে আসে। এদেরও তো লজ্জা শরম কিছু নেই। এটা কিন্তু ইন্ডাস্ট্রির সমস্যা নয়। আমার কাজের জায়গাকে কিন্তু দোষ দিচ্ছি না। এটা মানুষ আর মানুষের স্বভাব চরিত্রের দোষ।’

এরপর তিনি জানান প্রেমিকাদের শরীর নিয়েও নাকি সায়ন্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন। এই বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘আপনারা নাকি হোটেল থেকে আমার রেট কার্ড বের করেছেন। কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে এটা বলব যে আপনি আমায় ভার্বালি অ্যাবিউজ করেছেন।’

তার কথায়, হ্যারামেন্ট করার চেষ্টা করছেন। হোটেলের রেট কার্ড আছেঅ মেয়েদের রেট তৈরি করছিস? যে করে বলুন। কিন্তু আজকের পর থেকে যদি কোনও মেয়েদের ব্যাপারে এমন কিছু বলেন, চরিত্রের দিকে আঙুল তোলার চেষ্টা করেন না প্রমাণ ছাড়া নিজেকে বড় প্রমাণ করার জন্য একটা চড় লাগাব। আমি আপনাকে ছাড়ছি না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।