নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:২৪। ৬ মে, ২০২৫।

রং ছাপিয়ে প্রেমের জোয়ার!

Somoyer Kotha
মার্চ ১৫, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সারা মুখে নানা রঙের কারুকাজ! কে ‘কথা’, কে-ই বা ‘এভি’? ধারাবাহিকের নায়ক-নায়িকাদের চেনার উপায় নেই!
দোল উদ্‌যাপনে সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে, নীল ভট্টাচার্য, তৃণা সাহা।

কোথায় ঝগড়া, কোথায় মনোমালিন্য! সব ভুলে সারা দিন ধরে রং খেলে আক্ষরিক অর্থেই ‘রঙিন’ ছোট পর্দার অভিনেতারা। প্রত্যেকের মুখেচোখে নানা রঙের অদ্ভুত কারুকাজ। কে ‘কথা’, কে-ই বা ‘এভি’? ধারাবাহিকের নায়ক-নায়িকাদের চেনার উপায় নেই! রং খেলার বেশ কিছু ছবি, দৃশ্য বলছে, রং ছাপিয়ে টেলিপাড়ায় প্রেমের জোয়ার! সেই জোয়ারে ভেসেছেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা, তিয়াসা লেপচা-সোহেল দত্ত, সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে এবং আরও অনেকে।

নীল-তৃণা এখন শহরের সবচেয়ে চর্চিত নাম। সদ্য তাঁদের দাম্পত্য বিচ্ছেদের ভুয়ো খবর রটেছিল। তাঁরা যে প্রেমে রয়েছেন, তার প্রমাণ শুক্রবারের দোল। এ দিন সাদা কুর্তা, টি শার্ট আর জিন্‌সে উদ্দাম তাঁরা। নাচে-গানে, ভালবাসায় পরস্পরকে মাতিয়ে রেখেছিলেন।

কম যাননি তিয়াসা-সোহেলও। সদ্য তাঁদের প্রেমও জোড়া লেগেছে। এ বারের দোল তাই আরও স্পেশ্যাল তাঁদের কাছে। পশ্চিমি পোশাকে, বলিউডি গানের তালে যুগলের উদ্‌যাপন হাসি ফুটিয়েছে উভয়ের অনুরাগীদের মুখে।

তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন সাহেব-সুস্মিতা। বন্ধুরা আশপাশে থাকলেও সাহেব শুধুই সুস্মিতাকে জড়িয়ে ছিলেন। সারা ক্ষণ নায়িকাকে চোখে হারিয়েছেন। বুকের কাছে জড়িয়ে ধরে থেকেছেন। নায়িকার মন রাখতে বিশেষ পদের আয়োজন করেছেন! যা দেখে অনুরাগীরা বলতে বাধ্য হচ্ছেন, এত ভালবাসা ক’জন পায়?
রঙের ফ্রেমে বন্দি রাহুল-দেবাদৃতা বসু, রূপসা চট্টোপাধ্যায়-সায়নদীপ সরকার।

সদ্য সন্তান কোলে এসেছে। তবু প্রেম কমেনি রূপসা চট্টোপাধ্যায়, সায়নদীপ সরকারের। এ দিন শুধুই দু’জনে মিলে সময় কাটিয়েছেন। আর ছিল ভালবাসার তবকে মোড়া রঙের প্রলেপ। দেখে কে বলবে, সদ্য তাঁরা মা-বাবা হয়েছেন?

তুলনায় আধ্যাত্মিক অপরাজিতা আঢ্য। তাঁর বাড়িতে গোপাল আছেন। দোলখেলার পাশাপাশি তাই তাঁর পুজোও নিজে হাতে সেরেছেন অভিনেত্রী। পুজোয় ব্যস্ত ছিলেন সৌমিতৃষা কুণ্ডুও। এমনিতেই তিনি শ্রীকৃষ্ণের পূজারি। এ দিন নিজের বাড়িতে গোপালকে স্মরণ করে যজ্ঞের আয়োজন করেছিলেন।

একই ভাবে পরিবারের সঙ্গে বসন্ত উৎসব উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন মানালি দে। কিছু দিন আগে মাকে হারিয়েছেন অভিনেত্রী। বদলে আপন করে নিয়েছেন, নিজের বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি এবং স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়কে নিয়ে। দুই পরিবার মিলে তাই দারুণ সুখী।
মানালি দে, অভিমন্যু মুখোপাধ্যায়ের দোল খেলা।

এ দিন তুমুল রং খেলেছেন প্রিয়াঙ্কা সরকার-রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুই খ্যাতনামীর সেতুবন্ধ একমাত্র সন্তান সহজ। তিন জনের খুশিমুখের ছবি বলছে, ছোট পরিবার সুখী পরিবার।

একই ভাবে প্রেম আর রং— দুয়ের মিশেলে রঙিন রাহুল দেব বোস-দেবাদৃতা বসু। যে কোনও উদ্‌যাপনেই জুটিতে শামিল। নিজেদের মতো করে আনন্দে বিভোর হতে জানেন তাঁরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।