নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:৩২। ৬ মে, ২০২৫।

ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ না করলে নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত হবে না: ইশরাক

subadmin
এপ্রিল ৫, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে; অন্যথায় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।

শনিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ।

তার পোস্টে মন্তব্যের ঘরে মো. সাইফুল ইসলাম লিখেছেন, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচিত করার জন্য, আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। আগামী ৫ বছর ভোট দিতে চাই না, প্রফেসর ইউনূসের হাতেই দেশ থাকুক। আর ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল, জনগণের মেন্ডেটই এই সরকার গঠিত। গণঅভ্যুত্থানই গণতন্ত্র।

আবির হাকিম নামে আরেক ব্যক্তি লিখেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং একজন গণতন্ত্র চর্চাকারী দলের নেতা হিসেবে ইশরাক হোসেনের এই দাবির সঙ্গে সারাদেশের মানুষের একমত হওয়া উচিত। যারা হা হা দিতেছেন, আপনার যেহেতু সংখ্যাগরিষ্ট, দ্রুত নির্বাচনের দাবি তুলে সেই নির্বাচনে প্রফেসর ইউনুসকে জিতাইয়া আনেন। এতে করে গণতন্ত্রও টিকবে আপনাদের কাঙ্খিত পাঁচ বছর সময়ও পাবেন। নইলে দিনশেষে আবার রাজনীতির কালোযুগ ফেরত আসবে।

জাহিদুল ইসলাম লিখেছেন, আপনি ইয়াং আপনাকে ইয়াং জেনারেশন পছন্দ করে। সেই গ্রহণযোগ্যতাও হারাবেন না আশা করছি। দেশের অর্থনীতি, দেশের মানুষের স্বার্থে কমপক্ষে ড. মুহাম্মদ ইউনূস স্যারকে দুই বছর সময় দিতে হবে। যিনি বা যারাই এ মুহূর্তে তার বিরোধিতা করবে সে-ই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সিদ্ধান্ত আপনার।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।