নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৫৪। ৫ মে, ২০২৫।

মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন!

subadmin
এপ্রিল ৬, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : এক বা দুই বছর না বরং দীর্ঘ ২০ বছরের এক লম্বা সময় ধরে যাদের জনপ্রিয়তা এখনও তুঙ্গে, তারা হলেন, এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দয়া। পরিচিত এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে বাকি নেই- কাদের কথা বলা হচ্ছে! সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর এই প্রিয় মুখ তারা। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, তাদের মধ্যে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।

বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন, আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

সনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এসিপি প্রদ্যুমনের বিদায়ের খবর প্রকাশ করা হয়। ছবি: সংগৃহীত

এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শো-টির নতুন সিজনের ১৮টি এপিসোডের সম্প্রচার। পরদিন থেকে প্রতি সপ্তাহের শনি ও রোববার আরও দুটি করে পর্ব সম্প্রচার শুরু হয়। সনি এন্টারটেইনমেন্ট ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ স্ট্রিম হচ্ছে সিরিজটি।

জনপ্রিয় এই সিরিজটি ১৯৯৮ সালে শুরু হয়। ভারতীয় চ্যানেল ও ওটিটির পাশাপাশি নেটফ্লিক্সেও দেখা যায় সিরিজটি। ২০ বছর সফলভাবে চলার পর সিআইডি ২০১৮ সালের অক্টোবরে সম্প্রচার বন্ধ করে দেয়। তবে ছয় বছর বাদে আবারও ফেরে সিরিজটি।

এসিপি প্রদ্যুমনের আগে এই সিরিজটি থেকে বিদায় নিয়েছে ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রটি। তবে ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর অভিজিৎসহ নতুন সিজনের বাকি চরিত্রগুলোকে যথারীতি পারফর্ম করতে দেখা যাবে সামনের পর্বগুলোতে।

এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা শিবাজি সাতম। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে এসিপি প্রদ্যুমনকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।