স্টাফ রিপোর্টার : শাপলা চত্বরের ঘটনার প্রতিবাদে বিচার দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, “২০১৩ সালের ৫ মে ইসলামপ্রেমী মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটলেও এখনও দায়ীদের বিচার হয়নি। দ্রুত বিচার না হলে দেশের মানুষ আবারও সোচ্চার হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।