নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১০:০৫। ৫ মে, ২০২৫।

নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি : আম-লিচুর ব্যাপক ক্ষতি

subadmin
এপ্রিল ৬, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ফল আম’ লিচুসহ রবিশস্যের। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করে সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্নস্থানে বিপুল শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, বিকেলে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ছোট ছোট কুঁড়ি বের হচ্ছিল সেগুলো ঝরে গিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টির কারণে ফসলের সাথে সাথে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষতির তালিকা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।