নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:৪৪। ৬ মে, ২০২৫।

সিটি নির্বাচনে বিএনপি না গেলেও হয়রানি করছে পুলিশ: মিনু

Asha Mony
মে ২২, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তারপরও নির্বাচনের আগে পুলিশ বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে দলটি। রোববার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে নগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যলয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রাসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে বিএনপি বর্জন করেছে। বিএনপির নেতাকর্মীদের এই নির্বাচন নিয়ে কোন মাথাব্যাথা নেই। তারপরও পুলিশ তাদের হয়রানি করছে।
তিনি জানান, গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুরের জনসভা শেষ করে বাড়ি ফিরছিলেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় নগরীর বোয়ালিয়া থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। এই থানায় একটি গায়েবি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে বিএনপির রাজশাহী বিভাগের এবং স্থানীয় নেতাদের আসামি দেখানো হয়েছে। মিজানুর রহমান মিনু এই মামলার প্রতিবাদ জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিনু বলেন, আগামী ২১ জুনের সিটি নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশগ্রহণ করলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই নির্বাচন ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন হবে। বর্তমান সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সুনিশ্চিত করা হবে বলে হুশিয়ারি দেন মিনু।
সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহŸায়ক এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির আহŸয়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।