ঢাকা সকাল ৮:১৭। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৬ আহত ৩০

Somoyer Kotha
এপ্রিল ৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরে সদর উপজেলার জোয়াইড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এতে আহতও হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুটমিলের সামনে দুর্ঘটনা ঘটে।
বিষয়টি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, মোকসেদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে থেকে কয়েকজনকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০