ঢাকা দুপুর ২:০৭। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

হাঙ্গেরিতে জিয়া পুত্র তাহসিনের আইএম নর্ম

subadmin
এপ্রিল ২০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে ফারগো ইভান স্মৃতি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আইএম নর্ম অর্জন করেছেন ৷ আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনে আজ শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গ্রেগলিকে হারানো প্রয়োজন ছিল। কালো ঘুটি নিয়ে তাহসিন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করেন। টুর্নামেন্টে তার পজিশন হয়েছে দ্বিতীয়।

দশ রাউন্ডের টুর্নামেন্টে তাহসিনের নর্ম অর্জনে ছয় পয়েন্ট প্রয়োজন ছিল। আট রাউন্ডে তাহসিন পাঁচ পয়েন্ট পেয়েছিল। নবম রাউন্ডে গতকাল ভারতীয় দাবাড়ু শ্রীরামের বিপক্ষে হারেন। ফলে আজ বেশ চাপ নিয়েই খেলা শুরু করেন তাহসিন। শেষ পর্যন্ত জয় পেয়ে তাহসিন নর্ম অর্জন করেন।

আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনে পারফরম্যান্স রেটিং ২৪৫০ হতে হয়। আজ শেষ রাউন্ড জিতে তাহসিনের পারফরম্যান্স রেটিং দাড়িয়েছে ২৪৮৩। হাঙ্গেরি থেকে তাহসিনের মা তাসমিন সুলতানা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আরবিটার হারুনুর রশিদ দুই জনই নর্মের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। আন্তর্জাতিক মাস্টার হতে তিনটি আইএম নর্ম ও ২৪০০ রেটিং প্রয়োজন। তাহসিনের দুটি আইএম নর্ম ছিল। হাঙ্গেরিতে আজ শেষ নর্ম পেয়েছেন। তিন নর্ম পেলেও আন্তর্জাতিক মাস্টার খেতাব পেতে তাহসিনের আরো অপেক্ষা করতে হবে। তার রেটিং এখন ২৩৫৪। ২৪০০ রেটিং স্পর্শ করলেই তিনি টাইটেল পাবেন।

গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সময় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়ার একমাত্র পুত্র তাহসিন বাবার মৃত্যুর পরও দাবার সঙ্গে রয়েছেন। তিনি আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম অর্জন করেছিলেন ২০২৩ সালে এশিয়ান জোনাল দাবায়। এই বছর মার্চে শ্রীলঙ্কায় এশিয়ান জোনালে আরেকটি নর্মের পর এবার হাঙ্গেরিতে আরেকটি নর্ম পেলেন৷ হাঙ্গেরিতে তাহসিনের ব্যয় প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০