ঢাকা দুপুর ১২:১৬। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে হামলা,‘আমরাও ওদের শেষ করব’

subadmin
এপ্রিল ২৪, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করবো। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।

কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় বিমানবন্দরেই নিহত বিতানের আড়াই বছরের ছেলেকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, ‘ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।’ এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।

এরপর চোখের সামনে আততায়ীরা কিভাবে পহেলগামে গুলি করে হত্যা করছিল সেসব ঘটনার বিবরন শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী। শুভেন্দু অধিকারীকে বিতানের স্ত্রী সোহিনীর চোখের পানি মুছে দিতে দেখা যায়।

সোহিনী অধিকারী বলেন, আপনারা আছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই। আমার সব শেষ হয়ে গেল। ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।

অপরদিকে কলকাতার বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহর কফিন বন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

এই দুই বাঙালির কফিন বন্দি মরদেহ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দুকে স্লোগান দিতে দেখা যায়।

তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যারা এ ধরনের উগ্রপন্থা করছেন তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি ২৬ এর বদলে ২৬০ দরকার।

তিনি আরও বলেন, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।

কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি তথা বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলী বলেন, পহেলগামে বৈসরন উপত্যকায় যে ঘটনা ঘটেছে তার প্রতিশোধ আমরা অবশ্যই নেবো। দেখুন কি হয়।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী।

জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না বিতানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০