ঢাকা দুপুর ১২:২১। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে বিশাল লটারি জিতলেন দুই বাংলাদেশি

subadmin
এপ্রিল ২৬, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় লটারি জিতেছেন মিনহাজ চৌধুরী (৩৮) ও রবিউল হাসান নামের দুই বাংলাদেশি। দু’জনের প্রতেক্যেই ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছেন; বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪৯ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা।

মিনহাজ কিংবা রবিউলের কেউই অবশ্য আমিরাতের বাসিন্দা নন। মিনহাজ গত ১৫ বছর ধরে ওমানে বসবাস করছেন, আর রবিউল গত আট বছর ধরে গাড়িচালকের চাকরি করছেন কাতারে। ইন্টারনেটের মাধ্যমে লটারির টিকিট কিনেছিলেন তারা। শুক্রবার আবুধাবিতে সেই লটারির ড্র হয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবিভিত্তিক সংস্থা বিগ টিকিট ছিল এই লটারি অনুষ্ঠানের আয়োজক।

লটারি জয়ের পর গালফ নিউজকে মিনহাজ চৌধুরী বলেন, “আমার কাছে লটারির আয়োজক সংস্থার পক্ষ থেকে ফোন এসেছিল, তখন বিশ্বাস করিনি। পরে মেইল চেক করে জানতে পারলাম যে দেড় লাখ দিরহাম জিতেছি। জীবনে এই প্রথম আমি এত বড় একটি লটারি জিতলাম। কখনও ভাবতে পারিনি যে আমিও জিততে পারি।”

একই প্রতিক্রিয়া জানিয়েছেন রবিউল হাসানও। ভাগ্য অন্বেষণ করতে গত আট বছর আগে বাংলাদেশেল চট্টগ্রাম থেকে কাতারে এসেছেন তিনি। তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রথম বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। তার পর থেকেই লটারির টিকিট কেনা শুরু করেছিলেন তিনি; কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল এই প্রথম।

গালফ নিউজকে তিনি বলেন, “আমি যে কী পরিমাণ আনন্দিত, বলে বোঝাতে পারব না। এটা দারুন একটা ব্যাপার। যখন প্রথম খবর পেলাম (যে আমি জিতেছি) সে সময় রীতিমতো লাফাতে ইচ্ছে করছিল আমার।”

বিগ টিকিট সংস্থার সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার যে টিকিটের লটারি হয়েছে, সেটি ছিল সাপ্তাহিক লটারির টিকিট। সেখানে দেড় লাখ করে দিরহাম জিতেছেন মোট ৫ জন। মিনহাজ এবং রবিউল এই পাঁচ জনের মধ্যে অন্যতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০