ঢাকা রাত ১০:৫৭। বুধবার ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

subadmin
এপ্রিল ৩০, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও মেসে স্ক্যাবিস নামক চর্মরোগ ছড়িয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। আঙুলের ফাঁকে, কব্জির কাছে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দিয়ে এর শুরু হয় এবং রাতের বেলায় তীব্র চুলকানির সৃষ্টি করে।

ডা. মাশিহুল বলেন, সম্প্রতি হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এই রোগের ব্যাপকতা লক্ষ্য করছি।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সকাল থেকেই আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় জমেছে। কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন, কেউবা ওষুধ পেতে অপেক্ষা করছেন।

সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েকদিন ধরে চুলকানি হচ্ছে, একই সমস্যা আমার রুমমেটদেরও। আমরা বেশ চিন্তিত।

আরেকজন জানান, চিকিৎসা নিয়েছি, ওষুধ পেয়েছি প্রায় সব। এ ধরনের সেবা অনেকদিন পর পেলাম।

চিকিৎসাকেন্দ্রে স্ক্যাবিসের ওষুধ না থাকায় শুরুতে সমস্যায় পড়লেও পরে চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপির হস্তক্ষেপে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়।

ডা. মাশিহুল বলেন, প্রধান চিকিৎসকের দ্রুত পদক্ষেপে এখন মেডিকেলে স্ক্যাবিসের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা জানান, স্ক্যাবিসের প্রাদুর্ভাব উদ্বেগজনক। শিক্ষার্থীদের সচেতন থাকা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন এবং ব্যক্তিগত পোশাক অন্যদের সঙ্গে ভাগ না করাই সবচেয়ে বড় প্রতিরোধ।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছু ঘাটতি থাকলেও প্রশাসনকে জানিয়েছি, ওষুধের চাহিদা পূরণে কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০