ঢাকা রাত ১:৩৬। বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে উদ্যাপিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

subadmin
এপ্রিল ৩০, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। আজ (৩০ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ও জেলা অফিস এক বর্ণাঢ্যর‌্যালি বের করে।র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।এরপর ‘আরনয়শব্দ দূষণ,চাই সুস্থ জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের উদ্দেশ্য হলো শব্দ দূষণ যাতে না হয়। মহানগরীর লক্ষ্মীপুরে কোলাহল বেশি থাকলে ও রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। সেখানে হর্ন বাজায় শুধু অ্যাম্বুলেন্স।মহাসড়কে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের হর্ন দেওয়া হয় মানুষকে সতর্ক করার জন্য। অ্যাম্বুলেন্সের হর্নে কোনো শব্দ দূষণ হয় না। রেলের হনের্র মতো কিছু কিছু শব্দ অভ্যাস হয়ে যাবে তবে রাজশাহীতে আমাদের আপাতত কোনো সমস্যা নেই।

ঢাকার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ শব্দ দূষণ হয় সে তুলনায় রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। রাজশাহী শান্তির শহর।

তিনি আরও বলেন, ইয়ার পডের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কান শেষ হয়ে যাবে, এটা ঠেকানো যাবে না।যুবক ছেলেরা হয়তো বুঝতে পারছেনা, তারা ভাবছে কিছুই হবেনা। বিভিন্ন কনসার্টে বা অনুষ্ঠানে মাইকের উচ্চ শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হয়।

নগরীর রেলগেটে নির্মিতব্য ফ্লাইওভারএর কারণে সৃষ্ট যানজট ও শব্দ দূষণ প্রসঙ্গে কথা উল্লেখ পূর্বক এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলগেটে পারাপার হতে অনেক সময় লাগে। এখানে সমস্যা রয়েছে। নগরবাসীকে আরও কিছু দিন কষ্ট করে অপেক্ষা করতে হবে। এ নির্মাণ কাজ সম্পন্ন হতে কিছু দিন সময় লাগবে।

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কমকতা-কমচারী ও শিক্ষাথীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০