নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:৫৯। ৬ মে, ২০২৫।

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

subadmin
মে ৫, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আসন্ন এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সফর শেষ করে দেশে ফেরার পর শ্রীলঙ্কার বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে তারা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

পরবর্তীতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১২ জুলাই, ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।