নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:৩০। ৬ মে, ২০২৫।

ডিবি পুলিশের অভিযানে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

subadmin
মে ৫, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় গত ৫ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা পিন্টু (৩৮) রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়ার মো: খোদাবক্সের ছেলে। সে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

৫ মে দুপুর সোয়া ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রিমন হোসাইন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি পিন্টুকে রাজপাড়া থানার নিমতলা মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি অপর একটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।