নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:৪৭। ৫ মে, ২০২৫।

লিগ ওয়ানের সেরা খেলোয়াড় এমবাপ্পে

Asha Mony
মে ২৯, ২০২৩ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ পিএসজির জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির লিগ শিরোপা জয়ের পেছনে রেখেছেন বড় অবদান তার। তাই আবারো ফরাসি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। এনিয়ে টানা চতুর্থবার পুরস্কারটি জিতে নতুন ইতিহাস গড়লেন এই ফরোয়ার্ড।

১৯৯৪ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে লিগ ওয়ান। কিন্তু কোনো ফুটবলারই এমবাপ্পের মতো টানা চারবার জিততে পারেননি। টানা তিনবার জিতেছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। চলতি মৌসুম শেষ হতে এখনো এক ম্যাচ বাকি।

২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। পুরস্কার জয়ের পর এমবাপ্পে বলেন, ‘এটা আনন্দের বিষয়, আমি সবসময়ই জিততে চাই, লিগের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। কিন্তু এতো দ্রুত জিততে পারব বলে আশা করিনি। আমি আগামী মৌসুমে আবার এখানে আসব।

এদিকে লিগ ওয়ানের বর্ষসেরা কোচ হয়েছেন লেন্সের ফ্রাঙ্ক হাইস। দুই দশকের মধ্যে প্রথমবার ক্লাবটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে আনেন তিনি। সেরা গোলরক্ষকের পুরস্কারও গিয়েছে লেন্সের ঘরে। এবারের আসরে ১৫ টি ম্যাচে কোনো গোল হজম করেননি ক্লাবটির গোলরক্ষক ব্রাইস সাম্বা। এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন পিএসজির লেফট-ব্যাক নুনো মেন্ডেস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।