নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৫৭। ৫ মে, ২০২৫।

এশিয়া কাপে থাকছেন না তামিম

Asha Mony
আগস্ট ৩, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: লন্ডনে চিকিৎসা শেষে গেল রোববার দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা কেমন সেটা অবশ্য জানা ছিল না। তবে আজ বৃহস্পতিবার সেটা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানিয়েছেন, কোমরের বর্তমান অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না টাইগার ওপেনার। চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলেই এমন সিদ্ধান্ত তার।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার পর বিসিবি সভাপতির বাসায় বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠক শেষে বিসিবি সভাপতি এবং জালাল ইউনুসকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানেই তিনি জানান, জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে আর খেলা চালিয়ে যাবেন না তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, তামিমের অধিনায়ক হিসেবে না থাকা দলের জন্য বড় ধাক্কা। অবশ্য তামিম ফিট হয়ে ফিরলে তাকে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।

তামিমের এমন সিদ্ধান্তের পর কে ওয়ানডে অধিনায়ক হবেন, এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আর ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। যদিও চিকিৎসকের পরামর্শক্রমে বর্তমানে বিশ্রামেই থাকছেন তামিম ইকবাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।