নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:১৬। ৬ মে, ২০২৫।

বিয়ে করছেন সেই পূজা

Asha Mony
আগস্ট ৪, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ২২ বছর হয়েছে। এখনও ‘পূ’-এর জাদুতে বুঁদ দর্শক। ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এই চরিত্রের কথা উঠলেই সবার মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা।

কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তাকে কি কারও মনে আছে? এই চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এখন অবশ্য তিনি ‘লেডি’। ২০০১ সালের পর তাকে যদিও তেমনভাবে আর পর্দায় দেখেননি দর্শক। তবে বহু বছর পর শিরোনামে মালবিকা। শোনালেন সুখবর। নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন।

শুক্রবার (৪ আগস্ট) মালবিকা ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন বিয়ের আগের ফটোশুটের ছবি। পরনে সাদা গাউন। তার হবু স্বামী প্রণব বগ্গারের পরনেও সাদা স্যুট। তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে বিশেষ ফটোশুট করলেন তারা। একে অপরের হাত ধরে। চারিদিকে উড়ছে ফানুস। এমনই স্বপ্নের মতো জায়গায় বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করলেন তারা। পোস্ট করে মালবিকা লেখেন, ‘নতুন জীবন শুরু করছি। সব রকম বাধা পার করে এখনও আমরা একসঙ্গে আছি এবং থাকব।’

শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার সামাজিকমাধ্যমের পাতা। মালবিকার পরিবারও এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে খুব বেশি ছবিতে অভিনয় করেননি মালবিকা। তবে কবে বিয়ের করছেন তারা সে তথ্য এখনও খোলসা করেননি কেউ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।