নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:১০। ৬ মে, ২০২৫।

রাজশাহী নগরীতে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির কমিটির বিলুপ্ত ঘোষণা

Asha Mony
আগস্ট ৫, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে রানীবাজার মোল্লা ভবন(২য়) তালায় অফিস কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন চাঁদ।
সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক এস এম আসাদুজ্জামান সেলিম। সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক আল মামুন সুলতান মন্টু। আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, মোস্তাফিজুর রহমান,উপদেষ্টা নাজিব চৌধুরী আরিফুর রহমান সুমন এছাড়াও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মিজানুর রহমান, লেবার অফিস ।
সভাপতির আদ্যকায় সভার মাধ্যমে সমিতির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠিত হয়,যাহা উপদেষ্টা গনের মধ্যে হইতে নির্বাচিত হয়। নির্বাচনী কমিটির প্রধান শাহ মোঃ নাজির চৌধুরী, আরিফুর রহমান সুমন, মুন্সি শাহরিয়ায় কবীর,কাউসার আলী ও মজিবুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।