নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১০:৫৮। ৬ মে, ২০২৫।

বায়ার্নের রেকর্ড দামে কেইনকে ছাড়তে রাজি টটেনহাম

Asha Mony
আগস্ট ১০, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্সঃ অবশেষে কেইনকে ছাড়তে বায়ার্নের প্রস্তাবে রাজি হয়েছে টটেনহাম। ছবি: এএফপিকালীপ্রসন্ন ঘোষ বাঙালি সাহিত্যিক হওয়ায় তাঁর ‘পারিব না’ কবিতাটি পড়ার সম্ভাবনা খুব কম বায়ার্ন মিউনিখের কর্তা ব্যক্তিদের। জার্মান ক্লাবের কর্মকর্তারা না পড়ে থাকলেও বাংলাদেশে জন্ম হওয়া এই সাহিত্যিকের কবিতার মতোই যেন পণ করেছেন হ্যারি কেইনকে কিনেই ছাড়বেন তাঁরা।

‘পারিব না’ কবিতার একটি লাইন হচ্ছে—একবার না পারিলে দেখ শতবার। ঘোষ বুঝাতে চেয়েছেন সফল হওয়ার জন্য যেন শতবার চেষ্টা করা হয়। তবে বায়ার্নকে শতবার চেষ্টা করতে হয়নি, চতুর্থবারেই সফল হয়েছে। এর আগে তিনবার প্রস্তাব দিয়েও কেইনের ক্লাব টটেনহামকে রাজি করাতে পারেনি তারা। অবশেষে ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাব দিয়ে রাজি করিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

টটেনহামের রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। এখন কেইন রাজি থাকলেই চলবে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য আগে থেকেই বায়ার্নে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান ক্লাবের হয়ে তিনি সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন। ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় বর্তমানে লুকাস হার্নান্দেজ সবচেয়ে দামি খেলোয়াড়।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। তাঁর চাওয়াতেই টটেনহাম–বায়ার্ন এত দিন দর–কষাকষি করেছে। আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হবেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। নতুন চুক্তি না করায় তাঁকে ইংলিশ ক্লাব বিক্রি করতে চায় এ মৌসুমেই। সবার চাওয়া আজ এক জায়গা মিলেছে।

২০১১ সাল থেকে টটেনহামে খেলা কেইন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ২৮০ গোলের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দেওয়ার পথে তিনি। ২১৩ গোলে আছেন দুইয়ে। ২৬০ গোলে শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন। তার ফলস্বরূপ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। কিন্তু একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি তিনি। তাঁর না পাওয়ার এই আক্ষেপ এবার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ঘুচানোর সুযোগ পাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।