স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনাঝালপুকুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র্যাব। এ সময় চোলাই মদ উৎপাদনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রনজিত সরদার (৪০), রতন সরদার (৪৫), ভটকা মার্ডি (৩৫), যোহন মুর্মু (২৬) ও অজিত সরদার (৩০)। শনিবার ভোরে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।
এতে বলা হয়, এদের কাছ থেকে ২ হাজার ৯৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপুর থানায় একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।