অনলাইন ডেস্ক: সপ্তাহ খানেক আগেই ডেভিড মিলার জানিয়েছিলেন শ্রীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন তিনি। যে কারণে এসএ টোয়েন্টির পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন তিনি। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে তার দল ফরচুন বরিশাল।
বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ততা থাকায় ফাইনালে মিলারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে আজ ভক্তদের জন্য সুখবর দিয়েছে বরিশাল কতৃপক্ষ। এই প্রোটিয়া ব্যাটার ফাইনালে খেলছেন এ খবর নিশ্চিত করেছে ফরচুনরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।