নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:৪৮। ৫ মে, ২০২৫।

ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ড শেষে কারাগারে

Asha Mony
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের যৌন হয়রানির মামলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর ফাইয়াজ হোসেন দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে মেহেদী হাসান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৭ ফেব্রুয়ারি তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২৭ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালবাগ থানায় শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের মামলা হয়। তিনি ভিকারুননিসার আজিমপুর শাখার গণিতের শিক্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।